ওসমানীনগরে দুই সহোদরের মরদেহ উদ্ধার, পিতা পলাতক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৬, ১০:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগরের দয়ামীর এলাকার একটি ডোবা থেকে দুই সহোদরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার দয়ামীরের চিন্তামনি গ্রামের একটি ধানক্ষেতের পাশের ডোবা থেকে রুজেল আহমদ (১১) ও মামুন আহমদ (৭) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুদের পিতা ছাদির মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চিন্তামনি গ্রামের ছিনা মিয়ার ছেলে ছাদির মিয়া তার দুই ছেলে রুজেল আহমদ ও মামুন আহমদকে নিয়ে বিকেলে বাড়ির পার্শ্ববর্তী দরগাবন্দ এলাকায় মাছ ধরতে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাবা ও ছেলেরা বাড়িতে না আসায় তাদের স্বজনরা খোঁজাখোঁজির এক পর্যায়ে রাতে দরগাবন্দ এলাকায় একটি ডোবায় রুজেল ও মামুনের লাশ পাওয়া যায়। এসময় শিশু দুটির পিতা ছাদির মিয়াকে কোথাও পাওয়া যায়নি।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
দয়ামীর ইউপি চেয়ারম্যান এইচটি এম এম ফখর উদ্দিন দুই শিশুর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। এলাকার মানুষের মুখে শোনা যাচ্ছে, পিতা ছাদির আলীর সাথে মাছ ধরতে গিয়ে ছেলে দুটি খুন হয়েছে। ছাদির আলীও পলাতক রয়েছে।
ওসমানীনগর থানার ওসি(তদন্ত) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৮ টায় মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
ওসি জানান, ঘটনার পর থেকে বাবা পলাতক রয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে বাবাই ছেলেদের হত্যা করে পালিয়েছে।