চেয়ারম্যান মানিকসহ ১০১ কারাবন্দির মুক্তি দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৬, ৯:০১ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিকসহ ১০১ জন কারাবন্দির মুক্তি ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ, বাজার ব্যবস্থাপনা কমিটি ও বনিক সমিতির পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান করেন গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ, ৭নং ওয়ার্ড সদস্য জামাল মিয়া, ৩নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর মিয়া, গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী তাজ উদ্দিন ও সদস্য ফারুক মিয়া।