ছাত্রলীগ নেতা বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে ওসমানীনগরে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৬, ৮:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট সরকারি মহিলা কলেজ ছাত্রী খাদিজার আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুল আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন আয়োজন করে ইয়ুথ ইনিশিয়েটিভস বাংলাদেশ নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, উপজেলা ইমাম সমিতি, উপজেলা হিন্দু মহাজোট, যুব মহাজোট, বন্ধন ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ইয়ুথ ইনিশিয়েটিভস বাংলাদেশ এর ফাউন্ডার ও চেয়ারম্যান জুবেল আহমদ সেকেল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. মুজাম্মেল হক মৃদা, ওসমানীনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মুনতাসিম বিল্লাহ জালালী, হিন্দু মহাজোট ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি অরুন কুমার দেব, সাধারণ সম্পাদক অঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক বিভুল দত্ত, নিহার রঞ্জন চয়ন, কোষাধ্যক্ষ্য শংকর সেন, ইউপি সদস্য চামেলী রানী, রেখা রানী, হিন্দু যুব মহাজোট ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি শক্তি দেব, বন্ধন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর অর্গানাইজার খুর্শেদ আলম খান বশির, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক মো. কয়েছ মিয়া, নির্বাহী সদস্য সিতু সূত্রধর, সহযোগী সদস্য কবির আহমদ, এ্যাডভোকেট অসীম কুমার দাশ, ওসমানীনগর উপজেলা যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহন, বুলবুল আহমদ তাজ, যুব সংহতি নেতা মুকিত মিয়া ও ওসমানীনগর উপজেলা উদ্দোক্তা সমিতি নেতা মারজান আহমদ প্রমূখ।