আ.লীগের জাতীয় সম্মেলন : যোগ দিচ্ছেন ওসমানীনগরের ২ শতাধিক নেতাকর্মী
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৬, ১২:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের আগামীকালের ২০তম জাতীয় সম্মেলনকে ঘিরে ওসমানীনগরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। এযাবতকালের সবচেয়ে বেশি উৎসব মুখরতা লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগের এবারের সম্মেলনকে ঘিরে। ইতোমধ্যে ওসমানীনগরের অনেক নেতা ঢাকায় চলে গেছেন। বাকিরা যাচ্ছেন আজ। ওসমানীনগর উপজেলা থেকে কাউন্সিলর ও জনপ্রতিনিধিসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী যোগ দিচ্ছেন দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের সম্মেলনে।
অনেকেই আজ শুক্রবার দিনে-রাতে ট্রেনে এবং বাসে যাত্রা করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বিগত সম্মেলনগুলোর চেয়ে এবারের সম্মেলনে নেতাকর্মীদের উচ্ছ্বাস আর উৎসাহ বহুগুণ। জাতীয় কাউন্সিলকে ঘিরে রাজধানী ঢাকাকে সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে। এর প্রভাব পড়েছে সিলেটেও।
এদিকে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু সম্মেলনকে ঘিরে ঢাকায় অবস্থান করছেন। আজ ঢাকা থেকে তিনি সুরমানিউজকে জানান, জাতীয় সম্মেলনকে ঘিরে উপজেলাসহ প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও উৎসাহের আমেজ বিরাজ করছে। এবারের সম্মেলনে শুধু আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীদের মধ্যে নয়-মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।