টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের প্রার্থী বাংলাদেশী অহিদ আহমেদ
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৬, ১১:০২ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আগামী ২০১৮ সালের নির্বাহী মেয়র নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্সিলার অহিদ আহমদ। তিনি গ্রুপের কাউন্সিলারদের ভোটে নিরংকুশ বিজয় লাভ করেন। ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের প্রার্থীতা বাছাইয়ে গ্রুপের কাউন্সিলারদের ভোটে আগামী নির্বাচনের মেয়র প্রার্থী নির্বাচন করা হয়।
ল্যান্সবারী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার জনাব অহিদ আহমদ মেয়র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় বলেন, ‘‘তিনি সকলের নিকট কৃতজ্ঞ এবং দোয়া প্রার্থী‘‘। তিনি আরোও বলেন, ‘‘আমি টাওয়ার হামলেটস্ এর সকল বাসিন্দার প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই‘‘। আমি টাওয়ার হামলেটস্ এর জন্য কাজ করে আনতে চাই প্রকৃত পরিবর্তন। তিনি বলেন, আমি সর্বক্ষন কাজের মাধ্যমে আমার এবং আমার দলের সকল যোগ্যতা দিয়ে টাওয়ার হামলেট্সকে এক কমিউনিটিতে আনতে চাই এবং কমিউনিটিকে নির্বাচিত মেয়র না দেয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে চাই।
তিনি বলেন, নির্বাচিত হলে তাঁর অন্যতম অগ্রাধিকার হবে টাওয়ার হামলেটস্ এর দীর্ঘ দিনের হাউজিং সমস্যার সমাধান। বাসিন্দারা যেন সত্যিকারভাবে পর্যাপ্ত ঘর বাড়ী পায় এবং ক্রয় করতে পারে, তিনি তা নিশ্চিত করবেন। তিনি আরোও বলেন, তিনি নির্বাচিত হলে কাউন্সিলের শিক্ষা, কর্মসংস্থান, এবং প্রশিক্ষনের সূযোগ বৃদ্ধি করবেন ওসকলের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করবেন।
মেয়র প্রার্থী কাউন্সিলার অহিদ আহমদকে সমর্থন জানিয়ে, টাওয়ার হামলেটস্ এর দু‘বারের নির্বাচিত সাবেক নির্বাহী মেয়র জনাব লুতফুর রহমান বলেন, ‘‘আমার সাবেক ডেপুটি মেয়র এবং অন্যতম সহযোদ্ধা জনাব কাউন্সিলার অহিদ আহমদ এর রয়েছে প্রয়োজনীয় অভিজ্ঞতা, যোগ্যতা এবং সর্বপরি জনগনের সাথে কাজ করার বিপুল আগ্রহ‘‘। তিনি টাওয়ার হামলেটস্ এর জনগনের জীবনে সত্যিকার উন্নতি আনতে নিরলসভাবে কাজ করতে আগ্রহী। আমি তাঁর পক্ষে সম্ভাব্য সবকিছু করে তাঁকে মেয়র হিসেবে নির্বাচিত দেখতে চাই।
মেয়র প্রার্থী কাউন্সিলার অহিদ আহমদকে অকুন্ঠ সমর্থন জানিয়ে বর্তমান ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ (টাওয়ার হামলেট্স কাউন্সিল) এর লিডার কাউন্সিলার অলিউর রহমান বলেন, তাঁকে আমরা জানি একজন অত্যন্ত কর্মক্ষম এবং কঠিন পরিশ্রমী সহযোদ্ধা হিসেবে। তাঁর ব্যক্তিগত চরিত্র ও অতীত রাজনৈতিক জীবন অত্যন্ত উজ¦ল যা ববার জনগনকে করবে আকর্ষিত এবং দল – মত নির্বিশেষে সামাজিক এবং রাজনৈতিক মতাদর্শের বিভাজনকে করবে ঐক্যবদ্ধ এবং সক্ষম হবেন তিনি সকল কমিউনিটির মন জয় করতে।
কাউন্সিলার অহিদ আহমদ টাওয়ার হামলেটস্ এর ল্যাান্সবারী ওয়ার্ডে ২০০২ সাল থেকে নির্বাচিত কাউন্সিলার হিসেবে এলাকায় সেবা করে যাচ্ছেন। তিনি দীর্ঘ ১৪ বছর ধরে টাওয়ার হামলেটস্ এর প্রতিনিধি হয়ে সফলভাবে জনগনের কাজ করে যাচ্ছেন। তিনি এই সময়ে কমিউনিটি সেফটি, এডাল্ট, হেলথ এন্ড ওয়েলবিং এবং ফাইনান্স এর ক্যাবিনেট পদে সফলভাবে দায়িত্ব পালন করেন। কাউন্সিলার অহিদ আহমদ ইষ্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেছেন।
জনাব অহিদ আহমদ লেবার পার্টির সময়ে ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত ইজুকেশন এন্ড ইওথ সার্ভিস এবং রিজেনারেশন এন্ড কমিউনিটি পার্টনারশিপ এর ক্যাবিনেট পদে সফলভাবে দায়িত্ব পালন করেন। সাবেক নির্বাহী মেয়র লুতফুর রহমান কর্তৃক ঐতিহাসিক মেয়র নির্বাচনের পর ২০১০ এর অক্টেবার থেকে ২০১৪ পর্যন্ত কাউন্সিলার আহমদ ডেপুটি মেয়র হিসেবে তাঁর কেবিনেটে সফলভাবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি মিনিষ্টারিয়াল এপনমেন্ট অব ডাইরেক্টরস্ অব থেমস্ গেইটওয়ে কর্পোরেশন সহ অনেক কমিউনিটি ও কর্পোরেট বডিতে সফলভাবে বোর্ডের দায়িত্ব পালন করেন।