ওসমানীনগরে দেশীয় মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৬, ২:৩৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ ওসমানীনগরে দেশীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, গতকাল মঙ্গলবার দপুর ১টায় উপজেলার সাদিপুর ইউপির পূর্ব তাজপুর গ্রামের মৃত আমজদ ওরফে বেবল উল্লার পুত্র আকলিছ উদ্দিন (৪৮) নামের এই মদ বিক্রেতাকে তার নিজ বসত ঘর থেকে ৮ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করে ওসমানীনগর থানা পুলিশ। থানার এসআই মিজানুর রহমান ও এসআই অনুজ কান্তি দাশ অভিযানে নেতৃত্ব দেন।







