ওসমানীনগরে অপ্রাপ্তবয়স্ক বোনকে বিয়ে দেয়ার চেষ্টাকালে ভাইয়ের জেল
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৬, ২:১৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ ওসমানীনগরে অপ্রাপ্তবয়স্ক বোনকে বিয়ে দেয়ার চেষ্টাকালে ভাইকে যেতে হয়েছে জেল হাজতে। দন্ডিত ব্যাক্তি উমরপুর ইউপির উত্তর খাদিমপুর গ্রামের নওয়াব আলীর পুত্র আল মামুনুর রহমান রিজু (২৩) । মঙ্গলবার দুপুরে স্থানীয় খাদিমপুরে একটি কমিউনিটি সেন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের ভাই আল মামুনুর রহমান রিজুকে কারাদন্ড প্রদান করেন।
জানাযায়, উপজেলার উমরপুর ইউপির উত্তর খাদিমপুর গ্রামের নওয়াব আলীর পনের বছর আট মাস বয়সের মেয়ে সিমা বেগমের আয়োজন করা হয়। বর উপজেলার তাজুপর ইউপির ভাড়েরা গ্রামের মৃত গেদা মিয়ার পুত্র বাবুল মিয়া (৪০) মঙ্গলবার কনেকে তুলে নিতে খাদিমপুর শাহরিয়ার কমিউনিটি সেন্টারে আসার আগেই উপজেলা প্রশাসন খবর পেয়ে কনের বয়স কম থাকায় বিয়েটি ভেঙ্গে দেন। ওসমানীনগর উপজেলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী একদল পুলিশ নিয়ে কমিউনিটি সেন্টার উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বড় ভাইকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রিজুকে ওসমানীনগর থানা পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে জেল হাজতে প্রেরণ করে।