কেন্দ্রীয় কমিটিতে থাকছেন ওসমানীনগরের আনোয়ারুজ্জামান !
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৬, ১১:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ কেন্দ্রীয় কমিটিতে কোন পদ পাচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী ? সম্মেলন যত ঘনিয়ে আসছে ওসমানীনগর ও বহির্বিশ্ব আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। কমিটিতে জায়গা পাওয়া নিয়ে আশাবাদী তৃণমুল থেকে প্রবাসের তার অনুসারীরা।
আওয়ামীলীগের ২০ তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিতে গত ১৪ অক্টোবর দেশে আসেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ওসমানীনগরের সন্তান আনোয়ারুজ্জামান চৌধুরী। বহির্বিশ্বের আওয়ামীলীগের রাজনীতিতে তার প্রভাবের দরুন অনেকেই মনে করেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদকের পদ পাওয়ার সম্ভাবনাই বেশী। যুক্তরাজ্য বসবাসরত শেখ রেহানার স্নেহভাজন হওয়ায় কমিটির কোন না কোন পদ যে পাচ্ছেন অনেকটা জোড় গলায় বলছেন প্রবাসী নেতাকর্মীরা। আনোয়ারুজ্জামান চৌধুরী বিগত ২০১১ সালের ৯ জানুয়ারী গঠিত যুক্তরাজ্য আওয়ামীলীগের কমিটিতে যুগ্ন সম্পাদকের দ্বায়িত্ব পান। তার অক্লান্ত পরিশ্রমে যুক্তরাজ্য আওয়ামীলীগ এখন সাংগঠনিক ভাবে ভালো অবস্থানে রয়েছে। এছাড়া ব্রিটেনের বিগত পার্লামেন্ট নির্বাচনে টিউলিপ সিদ্দিকির বিজয়ে আনোয়ারুজ্জামানের ভুমিকা ছিল । এর প্রতিদান হিসাবে তিনি আওয়ামীলীগের কমিটিতে স্থান পাবেন এটাই মনে করছেন নেতাকর্মীরা।
এর মধ্য দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রীর সম্মেলনের পুর্বে দেওয়া বক্তব্যে আশাবাদী হয়ে উঠেছেন তার অনুসারীরা। গতকাল গণভবনে দলের ২০তম সম্মেলন উপলক্ষে গঠিত প্রস্তুতি কমিটির সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ২০তম জাতীয় সম্মেলন সফলভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। আমরা যেহেতু সরকারের আছি, তাই মানুষের আর্থসামাজিক উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেগুলো সরকারের পক্ষ থেকে বাস্তবায়ন কাজ করব। পাশাপাশি দলের পক্ষ থেকেও এগুলো বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে, যাতে সুষ্ঠুভাবে সে কাজগুলো করতে পারি।’ তিনি বলেন, ‘মনে রাখতে হবে, আমরা এ দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ করব। এ প্রত্যয় নিয়েই এবারের সম্মেলন। আমরা বিশ্বাস করি, আমরা সফল হবই।’