ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ওসমানীনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৬, ৫:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় ওসমানীনগর উপজেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার তাজপুর বাজারে মিছিল শেষে কদমতলা এলাকায় সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী বাকশালী সরকার কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সাধারণ মানুষদের মিছিল সমাবেশ থেকে বিরত রাখতে আওয়ামীলীগ তাদের লালিত পুলিশ দিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনসহ সাধারণ মানুষদের হয়রানী করে যাচ্ছে। ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কবির আহমদ এর সভাপতিত্বে যুগ্ন আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদের পরিচালানায় সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ন আহবায়ক সাবাজ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা শেখ সামাদ, কামরান আহমদ, রাফি আহমদ, তাজপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সদস্য জুবেল মিয়া, কিনু মিয়া, খালেদুর রহমান, জাহেদ আহমদ, কলেজ ছাত্রদল নেতা রুহুল আহমদ, মুহিব আহমদ, শিপন মিয়া, দিপু মিয়া, ফয়জুল, রুমেল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল আলিম, এস কে মুমিন, জুয়েল আহমদ, ফাহিম আহমদ, এমরান আহমদ, এনাম আহমদ, দুলাল আহমদ, জেসি আহমদ, মিটু আহমদ, মাহবুব মিয়া, আরজু মিয়া, মান্নান মিয়া, শাকিল আহমদ, আলি আহমদ নোমান, সুরমান আহমদ, আঙ্গুর মিয়া প্রমুখ।