বিমানে স্যামসাং মোবাইল বহনে নিষেধাজ্ঞা জারি
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৬, ২:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সম্প্রতি ব্যাটারিতে ত্রুটির কারণে গ্যালাক্সি নোট সেভেন মোবাইল সেটে আগুন ধরে যাবার বেশ কয়েকটি ঘটনা ঘটে।
মার্কিন পরিবহন কর্তৃপক্ষ বিমানের ফ্লাইটে নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বহনে নিষেধাজ্ঞা জারি করেছে।
সম্প্রতি ব্যাটারিতে ত্রুটির কারণে গ্যালাক্সি নোট সেভেন মোবাইল সেটটিতে আগুন ধরে যাবার বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত এলো।
ফলে যুক্তরাষ্ট্র-গামী কিংবা যুক্তরাষ্ট্র থেকে কোনও যাত্রী তার লাগেজে এই ফোন নিতে পারবেন না। শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এফএএ কর্তৃপক্ষ এর আগে লাগেজে এই ফোন প্যাকিং এর বিষয়ে সতর্ক করে পরামর্শ দিয়েছিল।
দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারী স্যামসাং কোম্পানি এই সপ্তাহেই গ্যালাক্সি নোট-সেভেন উৎপাদন স্থায়িভাবে বন্ধের ঘোষণা দেয়।
মার্কিন পরিবহন বিভাগের কর্মকর্তা অ্যান্থনি ফক্স এক বিবৃতিতে বলেন, “আমরা স্বীকার করি বিমানের ফ্লাইটে ফোন বহনের এই নিষেধাজ্ঞার ফলে অনেক যাত্রীকে ভোগান্তিতে পড়তে হবে । কিন্তু বিমানে প্রতিটি যাত্রীর নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে প্রাধান্য দিতে হবে”।
ব্যাটারির ত্রুটির কারণে সেপ্টেম্বরে বাজার থেকে আড়াই মিলিয়ন ফোন তুলে নেয় স্যামসাং কর্তৃপক্ষ।