ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের জিডি
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৬, ১:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নামে ভুয়া আইডি খোলে নানা ধরণের বিভ্রান্তিকর সংবাদ অপপ্রচার ও ক্লাবের সাধারণ সম্পাদকের নামে বক্তব্য পোস্ট করায় ক্লাবের পক্ষ থেকে ওসমানীনগর থানায় (সাধারণ ডায়েরী নং-৬৯২) করা হয়েছে।
গত শুক্রবার রাতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষে ক্লাবের সাধারণ সম্পাদক বাদী হয়ে সকল সদস্যদের সাথে নিয়ে ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর নিকট সাধারণ ডায়েরী দায়ের করেন।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বাংলায় “ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব” নামে একটি ভুয়া আইডি খোলে এই আইডি থেকে নানা ধরণের বিভ্রান্তিকর সংবাদ ও ক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল এর নামে বানোয়াট বক্তব্য পোস্ট করে অপপ্রচার করে আসছে।
ঘটনাটি গত শুক্রবার দুপুরে ক্লাবের সাধারণ সম্পাদকের নজরে আসলে বিষয়টি ক্লাবের সকল সদস্যদের অবগত করলে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবে এক জরুরী সভায় বসেন ক্লাবের নেতৃবৃন্দ। ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নামে ভুয়া আইডি খোলে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারকারী অজ্ঞাতনামা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, প্রতিবাদ ও নিন্দা প্রস্তাব এনে সভায় সর্বসম্মিতক্রমে প্রস্তাবটি পাশ করে রেজুলেশন করা হয়। এরই ভিত্তিতে শুক্রবার রাতে প্রেসক্লাবের পক্ষ থেকে ওসমানীনগর থানায় অপপ্রচারকারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরী দায়ের করা হয় এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণের জন্য ওসি কে অনুরোধ করা হয়।
ক্লাব সভাপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রতিনিধি এম এফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি জুবেল আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সবুজ সিলেট পত্রিকার প্রতিনিধি শিপন আহমদ, কোষাধ্যক্ষ দৈনিক সমকালের প্রতিনিধি আনোয়ার হোসেন আনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পাতাকুঁড়ির দেশের প্রতিনিধি আব্দুল মতিন, দপ্তর সম্পাদক দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি কয়েছ মিয়া, কার্যনির্বাহী সদস্য দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রতিনিধি সিতু সূত্র ধর, সহযোগী সদস্য দৈনিক আজকালের খবরের প্রতিনিধি কবির আহমদ ও সহযোগী সদস্য দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি রনিক পাল।
ফেসবুকে ওসমানীনগর প্রেসক্লাবের নামে ইংরেজীতে “Osmaninagar Upazila Press Club” নামে ক্লাবের একটি মাত্র পেইজ আছে। যা দীর্ঘ দিন থেকে ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান, সংবাদ সম্মেলন সহ ক্লাব সংক্রান্ত বিষয় গুলো পেইজে পোস্ট করা হয়। ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নামে ফেসবুকে একটি মাত্র পেইজ ছাড়া আর কোন আইডি বা পেইজ নেই এ সংক্রান্ত একটি নোটিশ বিগত ২০১৫ সালের ২৮ আগস্ট ক্লাবের নিজস্ব পেইজে আপলোড করা হয়েছে যা বর্তমানে পেইজের ওয়ালে আছে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাধারণ ডায়েরীর দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।