দয়ামীরে হাইওয়ে পুলিশ শাখার জনসচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৬, ৪:০৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ মহান মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর স্মৃতি বিজড়িত দয়ামীরে হাইওয়ে পুলিশ ষ্ট্যাশন স্থাপিত হচ্ছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার ৩ টায় দয়ামীরস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে এক কমিউনিটি পুলিশ মতবিনিময় ও জন সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী। দয়ামির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক জনাব জুবায়ের আহমদ শাহীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার শৈলেন চাকমা,তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন এলাকার সামাজিক,রাজনৈতিক,ও শ্রমিক নেতৃবৃন্দ। মহাসড়ক নিরাপদ করা ও যানজটমুক্ত ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করনে জনসচেতনতা মুলক আলোচনা সভায় অংশ গ্রহন করেন,দয়ামির লাইটেস স্ট্যান্ড এর চেয়ার ম্যান শ্রমিকনেতা ছিদ্দিক আলি,আল ইহসান সোসাইটির চেয়ারম্যান মাওঃমুখতার হোসাইন,ফরষ্টোক শাখার চেয়ারম্যান মাসুক মিয়া,সমাজসেবক,নজরুল গনি ওসমানি হেলাল,আব্দুর রব,ফারিক মিয়া প্রমুখ।অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন,জনাব,মশাহিদ আলী,আমির আলি,আখতার হোসেন,হেলাল আহমদ, সাব্বির আহমেদ, শ্রমিক নেতা রুহেল আহমদ, রায়েদ আহমদ,,ভলু মিয়া প্রমুখ।