প্রস্তাবিত নাগরিক আইন : প্রবাসীদের বিমান বয়কটসহ কঠোর কর্মসূচীর হুমকি
প্রকাশিত হয়েছে : ৩:৩১:১৭,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৬
লন্ডন অফিসঃ বাংলাদেশে প্রস্তাবিত নাগরিক আইন থেকে প্রবাসীদের স্বার্থ বিরোধী ধারা বাতিল না করলে আন্দোলনের কর্মসূচি হিসেবে পর্যায়ক্রমে বিমান বয়কটসহ বিভিন্ন কঠোর কর্মসূচি গ্রহন করা হবে। রবিবার পূর্ব লন্ডনের ব্লমুন মিডিয়া সেন্টারে বৃটিশ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের আয়োজিত এক সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়।
সাংবাদিক ও কমিউনিটি সংগঠক কেএম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সলিসিটার নাশিদ রহমান এবং মাহবুব আলম তোহার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখের বাংলাদেশের ট্রাইবুনাল জাজ ব্যারিস্টার নজরুল খসরু, বিশেষ আলোচক হিসেবে প্রস্তাবিত নাগরিক আইনের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন, ব্যারিস্টার নাজির আহমদ ও র্যারিস্টার মাসুদ চৌধুরী। সভায় প্রবাসী স্বার্থ বিরোধী ধারা বাতিলের দাবী জানিয়ে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সাবেক সেক্রেটারী আলহাজ্ব এস এম আলাউদ্দিন, চ্যানেল আই ইউরোপের এমডি রেজা ফয়ছল চৌধুরী সুয়েব, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কর্মাসের ডাইরেক্টর সাইদুর রহমান রেনু, কাউন্সিলার আয়শা চৌধুরী, বাংলা ল এসোসিয়েশনের চেয়ারম্যান এডভোকেট মো: শাহ আলম সরকার ও সেক্রেটারী এডভোকেট শিবলী সাদিক, ব্যারিস্টার মুজিবুল হক, ড. মুজিবুর রহমান,
বিশিষ্ট ব্যবসায়ী মতিন রশীদ খান, হাজী ফারুজ মিয়া, আব্দুল মালিক কুটি, সৈয়দ জিল্লল হক, নাজমুল আহসান, গোরঅম মাওলা টিপু, হাজী কলা মিয়া, গ্রেটার নোয়াখালি এডুকেশন ট্রাষ্টের চেয়ার আবুল কালাম আজাদ, ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতির সেক্রেটারী জাহাঙ্গীর খান, ট্রাভেল এসোসিয়েশনের ভাইস চেয়ার শমসুল হোসেইন, সিটিজেন ফর মুভমেন্টের মাসুম বিল্লাহ, কবি শিহাবুজ্জামান কামাল, কানেক্ট বাংলাদেশের এডভেকেট শিব্বির আহমদ, সেব সলিসিটার্সের ইউসুফ, সৈয়দপুর শামসিয়া সমিতির সেক্রেটাী সৈয়দ রফিকুল হক, কুমিল্লা এসোসিয়েশনের জহিরুল হক জহির, ইন্টারন্যাশনাল স্যোশাল ট্রাস্টের চেয়ার আফসর মিয়া ছুটু, কমিউনিটি নেতা বেলাল আহমদ, নূরুল আমিন, হারুনুর রশিদ, মশাহিদুর রহমান, মঈন উদ্দিন, সৈয়দ জহরুল হক প্রমুখ।
সভায় ২৫টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং উক্ত আন্দোলনের সাথে আরো ১০টি সংগঠন একাত্বতা ঘোষণা করে। সভায় প্রবাসীদের স্বার্থরক্ষার আন্দোলনকে আরো তীব্র করার লক্ষ্যে সর্বদলীয় ১০১ সদস্য বিশিষ্ট একটি এ্যাকশন কমিটি গঠন করা হয়। যা ‘ ‘ক্যাম্পেইন টু এমেন্ড প্রপোজড বাংলাদেশ সিটিজেনশীপ এ্যাক্ট’ নামে গঠন করা হয়। উক্ত কমিটিতে যারা দায়িত্ব পালন করবেন তারা হচ্ছেন আহবায়ক কে এম আবু তাহের চৌধুরী, যুগ্ম আহবায়ক নূরল ইসরাম মাহবুব, আশিকুর রহমান, কাউন্সিলার আয়েশা চৌধুরী, সদস্য সচিব সলিসিটার নাশিদ রহমান, অর্থ সচিব এডভোকেট মাহবুব আলম তোহা। উক্ত কমিটি বৃটেন, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে গণসংযোগ, জনসভা, বাংলাদেশে ডেলিগেইট প্রেরন, সিগনেচার ক্যাম্পেইন, হাইকোর্টে রিট এবং পরিশেষে বিমানসহ সরকারী প্রতিষ্ঠান বয়কট কর্মসূচি ঘোষনা করবে।