ব্রিটেনে অবৈধদের বৈধতা প্রদানের আলোচনা অব্যাহত
প্রকাশিত হয়েছে : ২:২৮:৪২,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৬
লন্ডন অফিসঃ ব্রিটেনে যারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে বসবাস করলেও কোন ক্রাইমের সাথে জড়িত নয় এমন অভিবাসীদের সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আসতে বলেছেন সাবেক চীফ ইমিগ্রেশন কর্মকর্তা। রব হোয়াইটম্যান যিনি ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্রিটেনের ইমিগ্রেশন নিয়ন্ত্রন সংস্থা বর্ডার এজেন্সির চীফ এক্সিকিউটিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেক্সিট পরবর্তী ইমিগ্রেশন পরিস্থিতির উপর বলতে গিয়ে এই পরামর্শ প্রদান করেন।
গত কিছুদিন যাবত ব্রিটেনের বিভিন্ন মাধ্যমে অবৈধ অধিবাসীদের নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ব্রিটেনের অর্থনীতিতে অনেকটা ধ্বস নেমেছে। এ থেকে উত্তোরণে প্রায় অর্ধ মিলিয়ন অবৈধ অধিবাসীকে বৈধতা দিয়ে অর্থনীতিতে ভূমিকা রাখতে তাদের সুযোগ দেওয়ার আহবান জানাচ্ছেন ব্রিটেনের ইমিগ্রেশন বিশেষোজ্ঞরা। আর এতে কিছুটা হলেও প্রাণের সঞ্চার হচ্ছে ব্রিটেনে বসবাসরত প্রায় ৫০ হাজার অবৈধ বাংলাদেশীদের।
তিনি গার্ডিয়ানে একটি কলামে সরকারকে পরামর্শ প্রদান করে বলেছেন, ইমিগ্রেশনের হাজার হাজার ফাইল ইতিমধ্যে বেকলক হয়ে পড়েছে। অফিসাররা কোন সিদ্ধান্তে যেতে পারছেন না। আবেদনকারীদের দুভোর্গ কমাতে হলে তাদের সাধারণ ক্ষমা করা উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন, হাজার হাজার ফাইল নিয়ে ইমিগ্রেশন কর্মকর্তাদের হিমশিম খেতে হতে। এমন অবস্থায় এখন বেক্সিটের পর আরো পরিস্তিতির অবনতি হবে। সুতরাং অবৈধদের বৈধতা দেয়া উচিত। মনে করা হচ্ছে ব্রিটেনে প্রায় ৫লাখ অবৈধ অভিবাসী আছে. হোম অফিস এবং মাইগ্রেশন ওয়াচ বিশ্বাস করে এই সংখা আরো বেশী হতে পারে। এদিকে ফরেন সেক্রেটারী বরিস জনসন ইইউ গণভোট প্রচারাভিযানের সময় একটি অনুরূপ পরিকল্পনার কথা জােিয়ছেন. তিনি শুধুমাত্র অভিবাসীরা যারা ১২ বছেরর অধিক সময় ইউকে তে থেকেছেন, অর্থনীতিতে অবদান রেখেছেন, অপরাধী নন এবং আয় কর দিবেন, তাদের ক্ষমা দেওয়ার অনুমতি দেওয় হবে বলেছিলেন।