প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল তেরহাতি সার্বজনীন দূর্গাপূজার
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৬, ৪:২০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে তেরহাতি সার্বজনীন দূর্গা মন্ডপে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটল শারদীয় দুর্গাপূজার। সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরাপত্তার সাথে ওসমানীনগরের তেরহাতি সার্বজনীনন দূর্গাপূজা সম্পন্ন হওয়ায় প্রশাসন সহ সর্বস্থরের জনসাধারণকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ওসমানীনগরের তেরহাতি সার্বজনীন দূর্গা উদযাপন পরিষদের সভাপতি নেপুর চন্দ্র গুন, সাধারণ সম্পাদক শাওন কান্তি পাল ও যুগ্ন সাধারণ সম্পাদক রনিক পাল। তিনদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল মহাসপ্তমী রাতে নৃত্যানুষ্ঠান, অষ্টমী রাতে আরতী প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন, নবমীর রাতে সঙ্গিতানুষ্ঠাণ সহ বিভিন্ন আনুষ্ঠানিকতায়, পূজা অর্চনার ও আজ বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটল তেরহাতি সার্বজনীন দূর্গাপূজার।