ওসমানীনগরে বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করলেন শফিকুর রহমান
প্রকাশিত হয়েছে : ৯:৫৮:৩১,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ:
সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী গোয়ালাবাজার, সাদিপুর, তাজপুর, উমরপুর, পশ্চিম পৈলনপুরসহ বিভিন্ন ইউনিয়নের সার্বজনীন ও ব্যক্তিগত পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন।
আজ সোমবার (১০ অক্টোবর) ওসমানীনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে।
এ সময় তিনি পূজারী ও পূণ্যার্থীদের সাথে আলোচনা করে সার্বিক পরিস্থিতির খবর নেন এবং পূজায় দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করার অনুরোধ করেন।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন, ওসমানীনগর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ইউপি চেয়ারম্যান জিএম কিবরিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা পিনাক পানি ভট্টাচার্য, সত্যেন্দ্র কুমার পাল কানু, সত্যেন্দ্র কুমার দে, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নেতা অরুনোদয় পাল ঝলক, ওসমানীনগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মিলন, আ’লীগ নেতা লুৎফুর রহমান, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম, কিবরীয়া মিয়া, আরিজ আলী প্রমুখ।