মুখরিত ওসমানীনগরের সব পূজামন্ডপ, প্রশাসনের কঠোর নজরদারী
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৬, ৫:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে যথাযথ উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সৌহার্দ্যময় পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালিত হচ্ছে। মুখরিত হয়ে উঠেছে উপজেলার প্রত্যেকটি পূজামন্ডপ। দুর্গোৎসবকে কেন্দ্র করে উপজেলা জুড়ে এক আনন্দঘন আবহের সৃষ্টি হয়েছে। দেবীর আগমনে দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হচ্ছে উপজেলার সকল পূজামন্ডপ।
ওসমানীনগর উপজেলার ৩২ মন্ডপে অনুষ্টিত হচ্ছে এবারের দুর্গোৎসব। এর মধ্যে ওসমানীনগরে ১২টি মন্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। পূজায় সর্বোচ্চ নিরাপত্তা দিতে উপজেলা জুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন। প্রতিটি পূজা মন্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। ভ্রাম্যমান টিমের টহল অব্যাহত রয়েছে। পাশাপাশি মন্ডপগুলোকে ঘিরে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরাসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী রয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্তলোকে (পৃথিবী) আসবেন। আর দেবী স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটক (ঘোড়ায়) চড়ে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, পূর্ণার্থী ও দর্শনার্থীদের মন্ডপে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। নতুন জামা-কাপড় পরে শিশু থেকে বৃদ্ধ সবাই আসছেন মন্ডপে মন্ডপে জগৎজননী মাকে এক পলক দর্শন করতে। ঝুঁকিপূর্ন মন্ডপগুলোতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে কড়া তল্লাশীর মধ্যে দিয়ে মন্ডপে প্রবেশ করতে হচ্ছে দর্শনার্থীদের। পুলিশের নজরদারীও ছিলো চোখে পড়ার মতো।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী বলেন, পূজাকে কেন্দ্র করে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের কঠোর নজরদারী রয়েছে। এর লক্ষ্যে বিশেষ মন্ডপ গুলোর সংশ্লিষ্ট দ্বায়িত্বশীলদের কাছে মেটাল ডিটেক্টর দেয়া হয়েছে।