উছমানপুর জনকল্যাণ ট্রাস্ট ইউ.কে’র শিক্ষা সামগ্রী বিতরণ ১৬ অক্টোবর
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৬, ৪:১৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ সিলেটের ওসমানীনগর থানার উছমানপুর ইউনিয়নে শিক্ষা সামগ্রী বিতরণ আগামী ১৬ অক্টোবর। ইউনিয়নের প্রবাসীদের সংগঠন উছমানপুর জনকল্যাণ ট্রাস্ট ইউ.কে’র উদ্যোগে উছমানপুর ইউনিয়নের প্রাথমিক ওমাধ্যমিক স্কুল এবং মাদ্রাসাসহ ২৯টি প্রতিষ্ঠানে কয়েক লক্ষ টাকার শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। আগামী ১৬অক্টোবর সকাল ১০টায় স্থানীয় ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, সৌদি বাদশাহ সাবেক অর্থ উপদেষ্টা ড. এ.কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজম খান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃনজরুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালক সৈয়দ এফতার হোসেন পিয়ার প্রমুখ।
ট্রাস্টের সভাপতি সোয়াইবুর রহমান চৌধুরী সেবুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিক্ষাসামগ্রী বিতরণী অনুষ্ঠানের কর্মসূচী শুরু হবে সকাল দশটায়। শুরুতে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। অষ্টম শ্রেণিথেকে দশম শ্রেণি পর্যন্ত ক গ্রুপ এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত খ গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতাঅনুষ্ঠিত হবে। ক গ্রুপে বাংলা সাহিত্য এবং খ গ্রুপে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের উপর প্রশ্ন করা হবে।
উল্লেখ্য ২০০৪ সালের ২৫ ডিসেম্বর উছমানপুর ইউনিয়নের একঝাক তরুণ ও মুরব্বীয়ানাদের যৌথ উদ্যোগেট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। যুক্তরাজ্যে প্রবাসী হিসাবে জীবনযাপন করেও দেশ মাতৃকার টানে স্বদেশ ও স্বজাতির জন্যকিছু করার মহৎ উদ্দেশ্য নিয়ে চাঁদা সংগ্রহ করে গঠন করেন তহবিল। প্রতি দুই বছর পর পর কার্যনির্বাহীকমিটিতে পরিবর্তন আসে। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিএবং ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এই ট্রাস্ট স্বদেশ বিদেশে একটি সেতু বন্ধন হিসাবে কাজকরে চলেছে।
বিশুদ্ধ পানীয় জলের অভাব পূরণের জন্য সর্বপ্রথম ৪৫টি নলকূপ স্থাপনের মাধ্যমে উছমানপুর জনকল্যাণট্রাস্ট তাদের উন্নয়ন কার্যক্রম শুরু করে। এরপর পর্যায়ক্রমে নানা প্রকল্প তারা হাতে নেন। প্রকল্প গুলোরঅন্যতম হল ২৭টি পরিবারকে ২কক্ষ বিশিষ্ট গৃহ নির্মাণ, ৯৩ বান্ডিল ঢেউটিন বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য সেবা ওচক্ষু শিবির ও কুরআন শরীফ বিতরণ। সর্বশেষ এবারে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের চাহিদার ভিত্তিতে, কম্পিউটার,প্রিন্টার, স্টিল আলমিরা, বুক সেল্প, ব্ল্যাক বোর্ড, সিলিং ফ্যানসহ নানা সামগ্রী প্রদান করা হচ্ছে। ট্রাস্ট সভাপতিসংশ্লিষ্ট সবাই কে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।