কলেজ ছাত্রী তন্নী হত্যার প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৬, ২:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক;
নবীগঞ্জের মেধাবী কলেজ ছাত্রী তন্বী হত্যার প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশের ভুমিকা নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে সাতদিনের সময় বেঁধে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার নবীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে এ সময় বেঁধে দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুর থেকেই নবীগঞ্জ শহরজুড়ে প্রতিবাদী হাজারো কন্ঠে একটাই শ্লোগান, ‘তন্নী হত্যার বিচার চাই’। স্কুল শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তন্বী হত্যার বিচারের দাবিতে গঠিত হয়েছে নবীগঞ্জ নাগরিক ঐক্য মঞ্চ। তার হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত হয় বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা। নবীগঞ্জ নাগরিক ঐক্য মঞ্চ ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। ব্যানার ফ্যাষ্টুন নিয়ে সহস্ত্রাধিক মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পদচারণায় ফুঁসে ওঠে শান্তশিষ্ট শহর নবীগঞ্জ ।
সভায় ৭দিনের আল্টিমেটাম দিয়ে নেতারা বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে আগামী ১৩ অক্টোবর বিক্ষোভ মিছিল সহকারে ইউএনও অফিসের মাধ্যমে প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করা হবে।
এছাড়া মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানাস্তর করে দ্রুত বিচার সম্পন্ন করা এবং ২০ অক্টোবর মহা সমাবেশ করার ঘোষনা দেয়া হয়। প্রতিবাদী সমাবেশে উপস্থিত ছিলেন তন্বীর বাবা বিমল রায়। বুকভাঁঙ্গা আর্তনাদ নিয়ে তিনি বলেন, আমার মেয়ে তন্বী হত্যার বিচার চাইছি, আর কোন তন্বী যেনো পরিবারের বুক খালি করে ঘাতকদের হত্যার স্বীকার না হয়।
সভায় নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান উপস্থিত হয়ে অচিরেই আসামী গ্রেফতারের ব্যাপারে আশ্বাস দেন। সভায় সিলেটের কলেজ ছাত্রী খাদিজা’র উপর হামলার তীব্র নিন্দা জানানো হয়।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর কলেজ ছাত্রী তন্নী নিখোঁজ হবার ৩দিন পরে তার লাশ পার্শ্ববতী বরাক নদীতে বস্তাবন্ধী অবস্থায় পাওয়া যায়।