ওসমানীনগরে আবাসিক হোটেল থেকে ৬তরুণ-তরুণী আটক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৬, ৭:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরে আবাসিক হোটেল থেকে ৬ তরুণ-তরুণীকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার গোয়ালাবাজারের নোহান হোটেল থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ওসমানীনগর থানা পুলিশ। আটকের খবর পেয়ে ওসমানীনগর উপজেলা স্থানীয় সাংবাদিকগন থানায় গেলে থানায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা আটক যুবতির বিষয়ে উপস্থিত সাংবাদিকদের তথ্য দিতে অনিহা প্রকাশ করেন এবং বলেন এটা নিয়ে ওসি সাহেবের সাথে যোগাযোগ করেন। এসময় আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা থানার এস আই ফরিদ থানায় আসলেও তিনিও অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর দোহাই দিয়ে সাংবাদিকদের আটককৃতদের ছবি তুলতে বা নাম ঠিকানা দিতে অনিহা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে গোটা এলাকায় আলোচনা সমালোচনা চলছে।