ফ্রান্সে বসবাসরত দোহার নবাবগঞ্জ প্রবাসীদের মিলন মেলা
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৬, ৩:২৯ পূর্বাহ্ণ
ফ্রান্স প্রতিনিধি:
ফ্রান্সে বসবাসরত দোহার নবাবগঞ্জ প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হল ফ্রান্সের রাজধানী প্যারিসে। গত কাল মেট্টো হুস এর একটি হলে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোহার নবাবগঞ্জ ঐক্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিরাজ গাজীর প্রনবন্ত উপস্থাপনায় এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন বিশেষ অথিতি ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুলা আল বাকি ,শেখ সাহজাহান সারু , আশরাফুল ইসলাম ,জসিম উদ্দিন ফারুক; শাহ জাহান রহমান; আকিল ইব্রাহীম , শাহনেওয়াজ রানা,সালেহ আহমদ চৌধুরী এবং দোহার নবাবগঞ্জ ঐক্য পরিষদের নেতা কর্মী সহ কমিউনিটির নেত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মহসিন উদ্দিন খান লিটন দোহার নবাবগঞ্জ এর ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বলেন ফ্রান্স প্রবাসীদের সমস্যা সমাধানে দোহার নবাবগঞ্জ বাসী সবসময় একত্রে মিলেমিশে কাজ করবে।যাথে এই প্রবাসে দেশের সাহিত্য সাংস্কৃতিক বিকাশ সাধিত হয়।
বিশেষ অতিথি আব্দুল্লাহ আল বাকি ফ্রান্সের সকল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংঘটন এর সমন্নয়ে একটি ফোরাম গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে ফ্রান্সের শিল্পীদের পরিবেশনায় জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা।