লতিফিয়া ক্যাডেট মাদরাসার মিলাদ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৬, ১১:৪৪ অপরাহ্ণ
ওসমানীনগরের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ লতিফিয়া ক্যাডেট মাদরাসার ৪র্থ প্রতিষ্টা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে গতকাল (২ অক্টোবর) রবিবার বাদ এশা মাদরাসার হলরুমে এক মিলাদ মাহফিল সম্পন্ন হয়। মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক মাওঃ এম এ রব মিলাদ মাহফিল পরিচালনা করেন। এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফিজ আনছার আহমদ, হাফিজ মুহাম্মদ আজাদ আলী,হাফিজ আশরাফুল ইসলাম, হাফিজ শাহজাহান, দিদার আহমদ, তালামীযের কেন্দ্রীয় সদস্য সুলতান আহমদ, হাফিজ জুবায়ের আহমদ রাজু, ওসমানীনগর উপজেলা তালামীযের সভাপতি সালেহ আহমদ, সেক্রেটারি হাফিজ আব্দুল আমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবির হোসেন, মকসুদ আহমদ, জাবের আহমদ, আব্দুল মুকিত প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি