ওসমানীনগরে এক সপ্তাহের ব্যবধানে দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৬, ৪:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ইতিমধ্যে পুলিশ দুই ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
গত ( ১অক্টোবর) শনিবার দুপুরে উপজেলা গোয়ালাবাজার ইউপির নিজ করনসী গ্রামের অটোরিকশা চালক রিজু একই গ্রামের প্রথম শ্রেণীতে পড়ুয়া শারীরিক ও বাকপ্রতিবন্ধি এক শিশুকে একা ঘরে পেয়ে ধর্ষণ করে। রিজু একই গ্রামের মৃত কাচা মিয়ার ছেলে। শনিবার দুপুর ১ টার দিকে তার প্রতিবেশী দিনমজুর আব্দুল আহাদের বাড়িতে গিয়ে ঘরে একা থাকা শারীরিক ও বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে। ধর্ষনের ঘটনা টের পেয়ে গ্রামবাসীরা এগিয়ে এসে ধর্ষক রিজুকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর দয়ামীর ইউপির নিজ কুরুয়া (উত্তর পাড়া) গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীকে একা ঘরে পেয়ে ধর্ষণ করে একই গ্রামের তছির মিয়ার ছেলে সুহেল মিয়া। এ সময় ছাত্রী সুহেলকে ধর্ষণে বাধা দিলে সুহেল তার নাকে আঘাত করলে নাক ফেটে রক্ত পরতে থাকে।
ধর্ষিতা ছাত্রী চিৎকার করতে থাকলে সুহেল পালিয়ে যায়। ছাত্রীর কান্নাকাটি ও চিৎকার শুনে গ্রামবাসীরা এসে তাকে উদ্ধার করে এবং তার বাবা মাকে খবর দেয়।
এ ঘটনায় মামলা দায়ের করা হলে ২৮ সেপ্টেম্বর পুলিশ পলাতক সুহেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী বলেন, দুটি ঘটনায় দায়ের করা মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।