ওসমানীনগরে বক্তৃতা প্রতিযোগীতায় তিন ছাত্রী পুরস্কৃত
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৬, ৪:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-১৬ উপলক্ষ্যে ‘জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা’ শীর্ষক স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা প্রতিযোগীতায় ওসমানীনগরের তিন কলেজ ছাত্রী উপজেলা পর্যায়ে পুরস্কৃত হয়েছে। এতে ১ম ও ২য় স্থান দখল করেছে মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজের ছাত্রী সামিয়া বেগম ও সানজিদা আক্তার এবং ৩য় স্থান পেয়েছে গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী শ্রাবণী দেব জুই।
সোমবার দুপুরে ওসমানীনগর উপজেলা পরিষদ হলরুমে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল লেইছ, হাজী আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ মাহমদ আলী ও পল্লী বিদ্যূৎ সমিতির সিলেট-১ জোনাল অফিসের ডিজিএম জহিরুল হক প্রমূখ। বিজয়ীরা মঙ্গলবার সিলেট শিশু একাডেমীতে জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নেবে।