বেনাপোলে পণ্য গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বেনাপোল বন্দরের পণ্য গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন ছড়িয়ে পড়েছে পোর্ট থানা ভবনসহ রাস্তা উপরে রাখা ট্রাকে।
রোববার (২ অক্টোবর) ভোর ৫টা ৫০ মিনিটে বন্দরের ২৩ নম্বর পণ্য গুদাম থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যশোর ও বেনাপোল বন্দর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রচেষ্টায় দীর্ঘ ৩ ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টা ৫০ মিনিটের সময় স্থল বন্দরের ২৩ নং শেডে ধোঁয়া উঠতে দেখেন । এর কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। এক সময় সে আগুন বন্দরের ২৩ নং শেডসহ পোর্টথানা ও রাস্তার উপর রাখা ট্রাক, প্রাইভেটকারের উপর ছড়িয়ে পড়ে।
বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন জানান, বন্দরের কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা। তাদের অব্যবস্থাপনা ও খাম-খেয়ালিপনার কারণে প্রায়ই এ বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। এর আগেও ৭\৮ বার আগুন লাগার ঘটনা ঘটেছে এ বন্দরে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন জানান, আগুন লাগার পরপরই বন্দর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট কাজ শুরু করে। এরপর যশোর থেকে আরও ৬টি ইউনিট এসে সর্বাত্মক প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।এখন আর ছড়ানোর কোনো আশঙ্কা নেই।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বন্দর ফায়ার সার্ভিসের লোকবল ও সরঞ্জাম সংকটের কারণে আগুন তৎক্ষণাৎ নেভানো যায়নি, যে কারণে পণ্য গুদাম ছাড়িয়ে আগুন ছড়িয়ে পড়ে পোর্ট থানাভবন এবং রাস্তায়।