ব্রিটেনে অবৈধদের বৈধতা প্রদানে গণস্বাক্ষর অভিযান : ২৫ হাজার স্বাক্ষর বাংলাদেশীদের
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৬, ৬:০১ পূর্বাহ্ণ
সাইফুল ইসলাম মহসিন, লন্ডন থেকে:
ব্রিটেনে অবৈধদের সাধারন ক্ষমা এবং বৈধতা প্রদানের দাবীতে সরকার বরাবর অনলাইনে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।৩০ হাজার স্বাক্ষর গ্রহনের লক্ষ্য ৩৮ ডিগ্রি নামের একটি অনলাইন সংস্থা উদ্যেগ নেয়। সব মানুষ যাতে নিরাপদে বা সুন্দরভাবে জীবন যাপন করতে পারে তা নিশ্চিত করতে সংস্থাটি এই উদ্যেগ নেয় । মাত্র কয়েকদিনে এ পর্যন্ত ২৯ হাজার ৭৪৭ টি স্বাক্ষর পড়েছে। জানা যায় এই গণস্বাক্ষরের প্রায় ২৫ হাজার বাংলাদেশীসহ এশিয়ান অধিবাসীদের।
ব্রিটেনের নিয়ম অনুযায়ী কোন গণস্বাক্ষর ১০ হাজার পার হলে সেটা সরকারের বিবেচনায় রাখতে হয়। এ পর্যন্ত এর দুই গুন বেশী স্বাক্ষর হওয়ায় ব্রিটেনে অবৈধরা স্বপ্ন দেখছেন বৈধভাবে বসবাসের।
ওয়েবসাইটে আবেদনটিতে বলা হয় ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর দেশের সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যারা এখন অবৈধভাবে দেশে আছে তারা কোন না কোন উপায়ে কাজ করে দিনযাপন করছে। অনেকেই দীর্ঘদিন অতিবাহিত করায় দেশ সম্পর্কে তাদের ধারনা রয়েছে এবং কাজে তারা দক্ষতা অর্জন করেছে। বৈধতা প্রদান করলে তারা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখতে পারেন। তবে এ আবেদনে সরকারের টনক নড়বে কিনা তা যথেষ্ট সন্দিহান।
থেরেসা মে ব্রিটেনের দায়িত্ব গ্রহনের পর অবৈধ ইমিগ্রান্টদের ব্যাপারে হার্ডলাইনে রয়েছে তার সরকার। দ্রুত এর সমাধান চাচ্ছে তারা। গত কয়েকদিন ধরে ব্রিটেনের বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক ধরপাকড়। সরকার এরই মধ্য ঘোষনা করেছে অবৈধদের কাজে নিয়োগ বা আশ্রয় প্রদানকারীদের দ্বিগুন জরিমানা করা হবে। অবৈধ শ্রমিক রাখার অপরাধে রেস্টুরেন্ট মালিকের ১লাখ ৪০ হাজার পাউন্ড জরিমানা হতে পারে। মালিককে প্রতি অবৈধ শ্রমিক রাখার অপরাধে ২০ হাজার পাউন্ড করে প্রদান করতে হতে পারে যদি না তিনি প্রমান করতে ব্যর্থহন তাদের কাজের বৈধতা রয়েছে। ইমিগ্রেশন পুলিশ যেকোন প্রতিষ্ঠানে শ্রমিক রাখার পূর্বে তাদের কাজের বৈধতা রয়েছে কিনা তা যাচাই করতে অনুরোধ করেছে। এমতাবস্থায় চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তারা অবৈধদের কাজ থেকে বের করে দেওয়া ছাড়া আর কোন উপায় খুঁজে পাচ্ছেননা। আর লোকবল সংকটে অনেক ব্যবসা প্রতিষ্টান ও এখন হুমকির মুখে। ইতিমধ্যিই বাংলাদেশী রেস্টুরেন্ট ব্যবসায়ীরা সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন ওয়ার্ক পারমিট চালু করার জন্য।