ফেঞ্চুগঞ্জ রাস্তার বেহাল দশা, যাত্রীদের চরম দুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ভাটেরায় বাস থেকে নেমে কোমর ম্যাসেজ করে বললেন ‘ইয়া ফুড়ির বাড়ি আইলাম না ভোলাগঞ্জ আইলাম!! যে রাস্তা রে বাবা!!’ হ্যাঁ এ রকম অসংখ্য মন্তব্য শুনা যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার রাস্তা বিষয়ে।
সিলেট জেলার অন্যতম উপজেলা ফেঞ্চুগঞ্জ, এখানে অনেক স্কুল কলেজ, বাজার, সারকারখানা, পাওয়ার প্লান্ট সব থাকা সত্তেও নাই চলাচল উপযোগী রাস্তা। যোগাযোগ ব্যবস্থায় যেমন পিছিয়ে রয়েছে এই উপজেলা তেমনি খারাপ রাস্তার কারনে গাড়ি মেরামত খরচ বেড়ে যাওয়ায় ভাড়াও বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ।
উপজেলার ওসমানী সড়ক থানা রোড থেকে পুর্ববাজার, ডাকবাংলো, ফেঞ্চুগঞ্জ বাজার থেকে রাজনপুর হয়ে কাসিম আলী স্কুল পর্যন্ত। দক্ষিনে মাইজগাও, ঘিলাছড়া, থেকে ভাটেরা পর্যন্ত রাস্তাগুলো সংস্কারের অভাবে খানা খন্দের সৃষ্টি হয়েছে।
তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা মাইজগাঁও থেকে কলেজ রোডের। বিপদজ্জনক গর্ত, কাদা আর ডেউয়ের মত মারাত্মক ঝুঁকিপূর্ণ এ রাস্তা দিয়ে কলেজের শিক্ষার্থী, স্থানীয় জনসাধারণ, ও সারকারখানার কর্মকর্তা, শ্রমিকরা চলাচল করেন।
পুরো সড়ক জুড়ে খানা খন্দ কাদা আর বড় বড় গর্ত। নিরুপায় হয়ে শিক্ষার্থীরা জীবন ঝুকি নিয়ে কলেজে আসেন।
সায়েম ও শাওন বলেন, ভাই রাস্তা যে পিচ্ছল আর কাদা ব্যাগে করে আরেক সেট কাপড় আনা লাগে।
কয়েকজন ছাত্রী বলেন, এমনিতেই জীবন ঝুকি তার উপর কাদায় মাখামাখি হয়ে গেলে বিব্রত হয় খুব লজ্জা লাগে।
এ রোডের বাস চালক হারুন মিয়া বলেন কুন্তা কইয়া লাভ নাই, গাড়ি লইয়া এক ট্রিপ দিলে দুইটা প্যারাসিটামল খাওয়া লাগে।
পাশ থেকে আরেক শিক্ষার্থী ক্ষোভ করে বলেন ভাই পারলে রাস্তাটারে আইসিইউ তে ভর্তি দেন, ভোটের সময় আনমুনে।