এবার অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য, ঢামেকে ভর্তি
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৬, ১০:৪০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন এক পুলিশ সদস্য।
পুলিশ সদস্যের নাম বিসেম্বর চাকমা (৪০)। তিনি মিরপুর-১৪ নম্বরে ঢাকা দক্ষিণে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি রাঙ্গামাটির বাঘাইছড়ির কালুখালি।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ দিনের ছুটিতে গতকাল শুক্রবার রাতে গ্রামের বাড়ি যাওয়ার পথে কলাবাগান ডলফিন পরিবহনের কাউন্টারের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে কলাবাগান থানার পুলিশ রাত পৌনে ১০টার দিকে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে।
তবে তার থেকে কি খোয়া গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।