প্রধানমন্ত্রীর গণঅভ্যর্থনা কর্মসূচি থেকে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
লন্ডন-কানাডা ও যুক্তরাষ্ট্র সফর থেকে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণঅভ্যর্থনা’ দেওয়ার কর্মসূচি থেকে সরকার সমর্থক সংগঠন যুবলীগের এক নেতাকে পিস্তলসহ আটক করেছে পুলিশ। আটক পিস্তলে দুই রাউন্ড গুলিভর্তিও ছিল।
আটক হওয়া যুবলীগের ওই নেতার নাম সেলিম খান। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। তাকে বিমানবন্দর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, জাতিসংঘ সফর শেষে দেশে ফেরার পর শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত ‘গণঅভ্যর্থনা’ দেওয়া হয়। সেই কর্মসূচি থেকে সরকার সমর্থক সংগঠন যুবলীগের এই নেতাকে অস্ত্রসহ আটক করা হয়।
বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া বলেন, বিকেল ৫টায় বিমানবন্দরের সামনে বলাকা ভবনের কাছে ভিভিআইপি সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়। তার কাছে পাওয়া অস্ত্রটির লাইসেন্স রয়েছে। তবে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে কেউ অস্ত্রসহ অংশ নিতে পারেন না। সেলিম কেন কর্মসূচিতে অস্ত্র নিয়ে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।