দশ টাকা কেজিতে চাল বিতরণ শুরু ওসমানীনগরে
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৪ অপরাহ্ণ
নিজস্ব সংবাদদাতা : ওসমানীনগরের উসমানপুর ইউনিয়নের পাঁচ পাড়া বাজারে দশ টাকা কেজি দরে হতদরিদ্রদের মধ্যে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ সফিকুর রহমান চৌধুরী। আজ শুক্রবার সকাল ১১টায় তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নূল আজাদ ফারুকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নজির মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,আওয়ামীলীগ নেতা নেফা মিয়া,ডা: তখলিছুর রহমান, আজিজুল হক চৌধুরী ফয়েজ, খালিছ মিয়া, বাবু পত্তাব চন্দ তালুকদার, কবিরুল ইসলাম কবির।
বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন জুবায়ের আহমদ লিটন, আওয়ামীলীগ নেতা আছাব হোসেন চৌধুরী, কাজি নজরুল ইসলাম, কাজী মাহবুব, আব্দুল মতিন চৌধুরী উপজেলা স্বেচ্চাসেবকলীগের আহবায়ক চঞ্চল পাল, সমাজেসেবী আক্তার আহমদ, জেলা ছাত্রলীগ নেতা শহিদ আহমদ, সৈয়দ আলী আহমদ প্রমুখ।