ওসমানীনগরে জামায়াত নেতাকে নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ২:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে একাধিক মামলার আসামি জামায়াত নেতাকে নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা প্রস্তাব আনা হয়েছে উপজেলা আইনশৃংখলা কমিটির সভায়। বৃহস্পতিবার আইনশৃংখলা কমিটির সভায় এ প্রতিবাদ ও নিন্দা প্রস্তাব আনেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া এবং ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। ইউএনও মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আবদুল আউয়াল চৌধুরী, কবির উদ্দিন আহমদ, আবদাল মিয়া, মঈনুল আজাদ ফারুক, এইচটিএম ফখর প্রমুখ।