টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১১:৩২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম মোস্তফা (৪০)। বাড়ি নাটোরের বনপাড়া উপজেলায়। আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচকিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সকাল আটটার দিকে মির্জাপুর থানা-পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা-কবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী দুটি বাস, একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসী উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে মির্জাপুর ও গোড়াই হাইওয়ে থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবলু শেখ বলেন, যানবাহন চারটি সরিয়ে নেওয়া হয়েছে। হতাহত হওয়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।