জগন্নাথপুরে বখাটের হামলায় স্কুল ছাত্রী আহত, দুই বখাটে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বখাটেদের হামলায় এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুল ছাত্রীর উপর বখাটেরা হামলা চালায়। আহত স্কুল ছাত্রীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই বখাটেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত বখাটেরা হল জগন্নাথপুর পৌর শহরের শহীদ মিনার এলাকার বাসিন্দা মন্টু দাসের পুত্র নির্মল দাস ও ভবানীপুর এলাকার সাধু দেবনাথের পুত্র পিংকু দেবনাথ।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরছালিন জানান, এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে নির্মল দাস ও পিংকু দেবনাথসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।