আমেরিকায় আবারো বাংলাদেশী খুন : দুই মাসে ৪ জনের প্রানহানী
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। তার নাম মো. আবুল কালাম রহিম (৫৫)। গত শনিবার মধ্যরাতে লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউডে এই ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই মাসের মধ্যে ৪ বাংলাদেশি খুন হলেন যুক্তরাষ্ট্রে। এতে আমেরিকা প্রবাসী বাংলাদেশীরা চরম আতংকের মধ্য রয়েছেন।
জানা গেছে, আবুল কালাম রহিম একটি লিকার স্টোরে কাজ করতেন। মধ্য রাতে স্টোর বন্ধ করার কিছুক্ষণ আগে এক মহিলা স্টোরে ঢুকে তাকে খুব কাছে থেকে পিস্তল দিয়ে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ধারণা করা হচ্ছে ডাকাতিতে বাধা দেওয়ার কারণেই তিনি এই হত্যার শিকার হন।
পুলিশ ভিডিও ফুটেজ থেকে থেকে হত্যাকারীর ছবি ও গাড়ির লাইসেন্স নম্বর শনাক্ত করেছে। ডিটেকটিভ ব্রাঞ্চ হত্যাকারীর ফিংগার প্রিন্ট উদ্ধার করেছে। রহিমের পারিবারিক ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মোহাম্মদ ইকবাল জানান, রহিম গত ১৬ বছর ধরে আমেরিকাতে বসবাস করছেন। তিন মেয়ে ও এক ছেলের জনক রহিম একমাত্র ছেলে ও ছোট মেয়ে নিয়ে আমেরিকাতে থাকতেন। বাকি দুই মেয়ে বিবাহিত এবং তারা বাংলাদেশেই বসবাস করছেন। মাত্র ২ মাস আগে তিনি বাংলাদেশ এসেছিলেন। আমেরিকাপ্রবাসী হওয়ার আগে তিনি জাপানপ্রবাসী ছিলেন।
এর পুর্বে গত ১৩ আগস্ট কুইন্সের ওজন পার্ক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি তাঁর সহযোগী তারা উদ্দিন মিয়া। একই মাসের ৩১ তারিখ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি নারী নাজমা খানম ঝর্না (৬০)কুইন্সের জ্যামাইকা হিলস এলাকায় ছুরিকাঘাতে খুন হন।