জাতীয়করণের লক্ষ্যে শিক্ষা অধিদপ্তরের বালাগঞ্জ কলেজ পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
জাতীয়করণের লক্ষ্যে বালাগঞ্জ কলেজে পরিদর্শন কাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ( ২৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের কর্মকর্তারা কলেজের ভূমি, ব্যাংক একাউন্টসহ শিক্ষকদের ব্যাক্তিগত কাগজপত্র দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাঅধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মো. হারুনুর রশীদ, সহকারী পরিচালক প্রতাপ চন্দ্র চৌধুরী। এর আগে শিক্ষকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে প্রফেসর মো. হারুনুর রশীদ বলেন, আমরা একটা মহান পেশায় সমাজকে কিছু দেয়ার চেষ্টা করছি। সমাজ আমাদের কাছে অনেক কিছু চায়। তবে, আমলাতান্ত্রিক জঠিলতায় কোন শিক্ষকের চোখের পানি ঝরুক তা আমি হতে দেবনা।
যতদিন পরিচালক আছি ততদিন আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা পরিবেশ প্রতিবেশ দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে শিক্ষকবৃন্দ পরিচালকদ্বয়ের সাথে ফটোসেশনে মিলিত হন।