বালাগঞ্জে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ৫:২২ অপরাহ্ণ
বালাগঞ্জ( সিলেট) প্রতিনিধিঃ
বর্তমান সরকার এদেশের সাধারন মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের প্রতিটি কাজের উন্নয়ন কার্যক্রম সফল করার লক্ষ্যে সাধারন মানুষদের মধ্যে খাদ্যে স্বয়ং সম্পুর্ন করতেই এ কার্যক্রম। সরকারের উন্নয়নে দলীয় নেতাকর্মী সহ সবাইকে এক হয়ে কাজ করতে হবে। দশ টাকাতে ব্যাংক একাউন্ট, দশ টাকাতে চাল শায়েস্তা খাঁর আমলে শুধু নয়, এইটা শেখ হাসিনার কালেই সম্ভব। বালাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসুচীর উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নে কালিবাড়ী বাজারে বিকাল তিনটার দিকে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া। ডিলার আব্দুল কাইয়ুম দুলালের সভাপতিত্বে ও কাজী সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন খাদ্য পরিদর্শক মোঃ সামছুল হক, শহীদ্দুজ্জামান চৌধুরী, সৈয়দ লিয়াকত আলী, কারী রুহেল আহমদ চৌধুরী, গিলমান আহমদ তালুকদার, অলিউর রহমান সুমন প্রমুখ। ২৩৭ জনকে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।