ওসমানীনগরে চেয়ারম্যান মানিকসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে আন্দোলনে এলাকাবাসী
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউপির চেয়ারম্যান আতাউর রহমান মানিকসহ ১২১ জনের নিঃশর্ত মুক্তির দাবিতে অর্ধ দিবস দোকানপাঠ বন্ধ ও মানববন্ধন কর্মসূচীর ঘোষণা দিয়েছে এলাকাবাসী। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়ালাবাজার ইউপি কার্যালয়ে এক জরুরী সভায় মিলিত হয়ে গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ, বাজার পরিচালনা কমিটি এবং বণিক সমিতি সম্মিলিত ভাবে এই কর্মসূচীর ঘোষণা দেয়।
কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোয়ালাবাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং এসময় শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। কর্মসূচীর বিষয়টি নিশ্চিত করেছেন জরুরী সভার সভাপতি ও গোয়ালাবাজার ইউপির সদস্য মোঃ আবদুল সামাদ। সভায় গোয়ালাবাজার ইউপির সদস্যবৃন্দ, বাজার পরিচালনা কমিটি এবং বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর গোয়ালবাজারে অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষ থামাতে এসে দায়িত্বরত ওসি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে মারা যান। এঘটনায় পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। সোমবার মামলার হাজিরা দিতে গেলে চার্জসীটভুক্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিকসহ মামলার অভিযোগভুক্ত ১২১ আসামীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিলেট সিনিয়র চীপ জুডিসিয়াল আদালত-১ এর বিচারক নজরুল ইসলাম।