বালাগঞ্জে প্রধান শিক্ষকসহ অবসর প্রাপ্ত ৯ শিক্ষককে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৫ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে অবসর কালীন প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক সহ ৯ জন শিক্ষকে সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার বালাগঞ্জ উপজেলা হলরুমে দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলা শাখা কতৃক এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল আলমের সভাপতিত্বে ও শিক্ষক মো: নুরুল আমিন ও সাইফ উদ্দিন নুর মোহাম্মদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ ইউএনও এটিএম আজহারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: তরিকুল ইসলাম তালুকদার, বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম, সিলেট জেলা শিক্ষক সমিতির সচিব মো: সমসের আলী, সিলেট জেলা স্কাউটের নির্বাচিত কমিশনার ও সমিতির সহ সভাপতি ময়ুব আলী মুহিব, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুজমিল আলী।
সংবর্ধিত অতিথি হলেন বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবি তাহের, দেওয়ান আব্দুল রহিম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল মুনিম, বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ কান্তি রায়, আজিজ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মকবুল আলী, বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আছমত আলী, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিকাশ চন্দ্র দাস, বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিখিল রঞ্জন দাস, বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক প্রমোদ চন্দ্র দে, পুর্বগৌরিপুর উচ্চ বিদ্যালয়ের অনিল চন্দ্র দাস।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির বালাগঞ্জ শাখার সচিব পুর্বগৌরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুতফুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন সমিতিরি মহিলা সম্পাদক জেসমিন বেগম, শিক্ষক শহীদুল করিম, সরবিন্দু দেবনাথ, বালাগঞ্জ প্রেক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, শাহাব উদ্দিন শাহীন।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষক জামাল উদ্দিন ও গীতাপাঠ করেন প্রদুস্ম কুমার দাস। প্রধান অতিথি , বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকরা। পরে সংবর্ধিতদের ক্রেষ্ট প্রদান করা হয়।