ওসমানীনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণ
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোরে উপজেলার দয়ামীর ইউপির নিজ কুরুয়া গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নিজ কুরুয়া গ্রামে ধর্ষিতা স্কুল ছাত্রীর বাবা তাকে ঘরে রেখে অন্য দুই সন্তান নিয়ে বাড়ির পাশের সবজি ক্ষেতে সবজি তুলতে যান। এ সময় ঐ স্কুল ছাত্রী ঘরে ভাত রান্না করছিলো।
সুযোগ বুঝে একই গ্রামের ভছির মিয়ার ছেলে সুহেল মিয়া (২৪) এই ছাত্রীর রান্না ঘরে প্রবেশ করে তাকে জোর পূর্বক ধর্ষণ করে।
এ সময় ছাত্রী সুহেলকে ধর্ষণে বাধা দিলে সুহেল তার নাকে আঘাত করলে নাক ফেটে রক্ত পরতে থাকে।
ধর্ষিতা ছাত্রী চিৎকার করতে থাকলে সুহেল পালিয়ে যায়। ছাত্রীর কান্নাকাটি ও চিৎকার শুনে গ্রামবাসীরা এসে তাকে উদ্ধার করে এবং তার বাবা মাকে খবর দেয়।
ধর্ষণের অভিযোগ এনে ছাত্রীর পিতা বাদি হয়ে সুহেলকে আসামি ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ছাত্রীর পিতা বলেন, আমার মেয়েকে বাড়িতে একা পেয়ে সুহেল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। আমি সুহেলের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। সুহেলকে আসামি করে থানায় মামলা করছি।