বালাগঞ্জে কাবাডি লীগের বর্ণিল উদ্ভোধন
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১:১৩ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলা প্রথম কাবাডি লীগের শুভ উদ্ভোধন করা হয়েছে। ‘বালাগঞ্জ উপজেলা কাবাডি খেলোয়াড় কণ্যান সংস্থার’ উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুরার বাজার সংলগ্ন মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এই লীগের উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী খেলায় ‘আতাসন পীরের বাজার কাবাডি দলকে তিন পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ‘প্রভাতি যুব সংঘ কাবাডি দল আজিজপুর’ গ্রুপ পর্বে প্রথম বিজয় অর্জন করে।
‘বালাগঞ্জ উপজেলা কাবাডি খেলোয়াড় কণ্যান সংস্থার’ সভাপতি এম মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুর ও সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সমিতির সাধারন সম্পাদক রুহুল আমীনের যৌথ সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, বিশেষ অতিথির বক্তৃতা করেন, বালগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনহার মিয়া, বালাগঞ্জ সদর ইনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমূল আলম নজম, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি এডভোকেট জুয়েল আহমদ। উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শামীম আহমদ, এম আর চৌধুরী, জিল্লু রহমান, এমএ কাদির, শাহ হেলাল, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক এমরানুর রহমান এমরান, বাফুফের রেফারী আনোয়ার হোসেন সাজু, বালাগঞ্জ উপজেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের আহবায়ক আনোয়ার হোসেন আনোয়ার, বোয়ালজুড় বাজার বনিক সমিতির সভাপতি আতাউর রহমান, বনিক সমিতির সহ-সভাপতি ও কাবাডি লীগের দ্বিতীয় প্ররস্কার দাতা রিয়াজ উদ্দিন, ব্যবসায়ী রানা মিয়া, সমাজ সেবক আব্দুল জলিল, ক্রীড়ানুরাগী মখলিছুর রহমান পারভেজ, রফু মিযা, দ্বারা মিয়া, জাহির আলী, জুবায়ের আহমদ, আলম, আশিক আলী, আব্দুল মুকিদ, ছিদ্দেক আলী ও জাকির হোসেন রমুজ সহ আয়োজক সংগঠনের সকল সদস্য এবং এলাকার সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুরার বাজার সংলগ্ন মাঠ ও ওসমানীগঞ্জ বাজার মাঠের পৃথক দু’টি ভেন্যুতে খেলা অনুষ্টিত হবে। কাবাডি লীগে অংশগ্রহনকারী ৮টি দলের মধ্যে, ক-গ্রুপে আনন্দ স্পোর্টিং ক্লাব ওসমানীগঞ্জ বাজার, খাঁজুশাহ্ কাবাডি দল রিফাতপুর, জাগরণী এলাকাবাদ কাবাডি দল জনকল্যাণ বাজার ও বাবরকপুর কাবাডি দল। খ-গ্রুপে অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে-আতাসন পীরের বাজার কাবাডি দল, ফুটন্ত শাপলা কাবাডি দল হায়দরপুর, ছয়বন্ধু কাবাডি দল ও প্রভাতি যুব সংঘ কাবাডি দল আজিজপুর।