ওসমানীনগরে শারদীয় দূর্গাপুজা কমিটির সাথে প্রশাসনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৬, ৬:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরে আসন্ন শারদীয় দূর্গাপুজা উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শারদীয় দূর্গাপুজা কমিটির সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর থানার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী।
বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি কবির উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর থানার কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, উপজেলা পুজা উদযাপন কমিটির আহ্বায়ক সত্যেন্দ্র কুমার পাল কানু, উপজেলা হিন্দু বোদ্ধ ঐক্য পরিদের আহ্বায়ক সত্যেন্দ্র কুমার দেব, উপজেলা পুজা উদযাপন কমিটির উপদেষ্টা পিনাক পানি ভট্টাচার্য, উপজেলা পুজা উদযাপন কমিটির উপদেষ্ঠা সুষেণ রঞ্জন চৌধুরী, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি ওসমানীনগর থানার সকল পুজা মন্ডপের কমিটির সভাপতি সাধারণ সম্পাদক গণ উপস্থিত ছিলেন।