বিদ্রোহীদের প্রতি হুশিয়ারী ফ্রান্স আওয়ামীলীগের
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৬, ৭:৫৬ অপরাহ্ণ
ফ্রান্স প্রতিনিধিঃ গত রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসের মেট্রো হোসে’র একটি হলে ফ্রান্স আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দের ড়াকে নতুন সম্মেলনের বিরুদ্দে সর্ব ইউরোপীয়ার আওয়ামী লীগ মনোনিত বিগত ৮ই মে তে গঠিত কমিটির ফ্রান্স আওয়ামী লীগের কমিটির পক্ষ থেকে কর্মী সভার আয়োজন করা হয়।
মহসিন উদ্দিন খান লিটন এর সভাপতিত্বে ও দিলওয়ার হোসেন কয়েছের পরিচালনায় এতে বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন গত ৮ মে সর্বইউরোপ আওয়ামী লীগ এর সভাপতি শ্রী অনীল দাস গুপ্ত;সাধারন সম্পাদক এম এ গনী; সাংঘঠনিক সম্পাদক নজরুল ইসলাম সহ ইউরোপের প্রায় ১৮টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে একটি সম্মেলননের মাধ্যমে সভাপতি মহসিন উদ্দিন খান লিটন ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ কে নিয়ে ফ্রান্স আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণার পর আর কোন সম্মেলনের এখতিয়ার অন্য পক্ষের নেই।
বক্তারা বলেন দলকে ধ্বংস করতে একটি কুচক্রি মহল তৎপর হয়ে নতুন সম্মেলনের ডাক দিয়ে বি এন পি জামাতের কিছু সংখ্যক কর্মীদের দিয়ে কমিটি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তার প্রমান তাদের স্লোগানে মধ্য পাওয়া যায়। তাদের এই প্রহসনের সম্মেলনে তারা একজন অতিথি আনতে পারেন নাই। আর এতে প্রমান হয় তাদের প্রতি কোন নেতার সমর্থননেই।
বক্তব্যকালে কর্মীরা ভিডিও ফুটেজ দেখিয়ে বলেন যে সম্মেলনে বি এন পি জামাত কর্মীরা আংশ নিয়েছে তার প্রমান হল সাবেক বিজ্ঞ সাধারন সম্পাদক আবুল কাশেমের অনুষ্ঠান সঞ্চালনা কালীন সময় তাদের দর্শকরা “আওয়ামী লীগের দালালরা হুশিয়ার সাবধান” বলে স্লোগান দিলে তিনি নিজেই বলেন এরকম স্লোগান দিলে আমরা মুখ দেখবো কিভাবে।তার এ বক্তব্য প্রমান করে যে অনুষ্ঠানে বি এন পি জামায়াত কর্মীরা উপস্থিত থেকে আওয়ামী লীগ কে বিভাজন করছে।
এ সময় অন্যান্যদের মুধ্যে বক্তব্য রাখেন, সেলিম ওয়াদা শিলু, ইকবাল হোসেন সুমন, কামাল আহমদ, খায়রুল আলম মাজেদ, তরিকুল ইসলাম, সাহেদ আহমদ, আজমল হোসেন, তারিক হাসা্ন, গাজি সিরাজ, রেজাউল, সিরাজ মাসুদ পাটান, তরিকুল ইসলাম শাহি্ন, আরমান চৌধুরী, হাসান সিরাজ, শাহজাহান সারু, আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাহিদুল ইসলাম নয়ন,সেলিম আল দীন , জয়নুল আবেদীন প্রমুখ।
সভার প্রথম নতুন সম্মেলনের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করা হয়। সর্বশেষ কর্মীদের দাবির মুখে নেতৃবৃন্দ বিদ্রোহীদের বিরুদ্ধে সাংঘটনিক ব্যাবস্থা গ্রহনের প্রতিশ্রুতি দেন।