ওসমানীনগরে মুক্তিযোদ্ধা স্বজনদের মধ্যে সফিক চৌধুরীর বস্ত্র বিতরন
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ৬:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃআজ সোমবার দুপুরে বুরুঙ্গা গণকবরে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বুরুঙ্গা গণকবর প্রঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর পক্ষ থেকে ওসমানীনগরের বুরুঙ্গা গণকবর প্রঙ্গণে শহীদ পরিবারের স্বজনদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় । এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল আহমদ কণা, সাবেক কমান্ডার আফতাব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক এমএ হক, বিশ্বনাথ উপজেলা কমান্ডার ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রনধির চন্দ্র ধর, গোয়াইনঘাট উপজেলা কমান্ডার আব্দুল হক, ইউপি চেয়ারম্যান খালেক আহমদ লটই মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্য জুবায়ের আহমেদ শাহিন প্রমূখ।