‘বালাগঞ্জ উপজেলা কাবাডি খেলোয়াড় কল্যাণ সংস্থার’ আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:১২ অপরাহ্ণ
![সভাপতি-মুজিব](https://surmanews24.com/files/uploads/2016/09/সভাপতি-মুজিব.jpg)
সভাপতি-মুজিব
![সেক্রেটারী-জুয়েল আহমদ নুর](https://surmanews24.com/files/uploads/2016/09/সেক্রেটারী-জুয়েল-আহমদ-নুর-1.jpg)
সেক্রেটারী-জুয়েল আহমদ নুর
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলার সাবেক ও বর্তমান কাবাডি খেলোয়াড়দের যৌথ উদ্যোগে ‘বালাগঞ্জ উপজেলা কাবাডি খেলোয়াড় কল্যাণ সংস্থা’ আত্মপ্রকাশ করেছে। ১০ সেপ্টেম্বর বালাগঞ্জ সরকারী ডাকবাংলোতে এক সাধারন সভার মাধ্যমে গঠিত কমিটিতে সাবেক ও বর্তমান কাবাডি খেলোয়াড়দেরকে অন্তর্ভুক্তি করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি পদে- এম মুজিবুর রহমান মুজিব ও ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুরকে সাধারন সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি পদে-ফজল মিয়া, লুৎফুর রহমান, আব্দুল মতিন, আব্দুছ ছালাম, ইয়াবর আলী, আবুল কালাম সাগর।
সহ-সাধারন সম্পাদক পদে-ইফতেখার রাকিব, খলকু মিয়া, শামীম আহমদ। অর্থ সম্পাদক-নাজমূল ইসলাম, সহ অর্থ সম্পাদক-সেলিম খাঁন। প্রচার ও প্রকাশনা সম্পাদক-শামীম আহমদ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক-ইমন চৌধুরী। ক্রীড়া সম্পাদক-এমএহাইয়ুম, সহ-ক্রীড়া সম্পাদক-নজরুল ইসলাম। আপ্যায়ন সম্পাদক- আরব আলী। সমাজকল্যাণ সম্পাদক-ছালেহ আহমদ। দপ্তর সম্পাদক-সামছুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক-আব্দুল মুমিন। সদস্য যথাক্রমে-ছিদ্দেক আলী, সামছ উদ্দিন (সামু), জাহির আলী, লোকমান আহমদ, মেহেদী হাসান আলাল, সেলন আহমদ, ফারুক ইসলাম, ছত্তার মিয়া, ইসমাইল আহমদ, আরশ আলী, মনোয়ার আহমদ মনর, ফিরুজ আলী, রমুজ মিয়া, আব্দুছ ছালাম, আব্দুল হান্নান, আব্দুর রাজ্জাক, জাফরুল ইসলাম, আব্দুল কাদির, শাহ্ পারুল আহমদ, আব্দুল মুকিত, জাহেদ আহমদ, খছরুল ইসলাম, মিলাদ আহমদ, রাসেল আহমদ, গয়াছ মিয়া, আব্দুস সামাদ, জামিল আহমদ, শাহ্নাহ আহমদ, শিমুল আহমদ পাপ্পু ও রমিজ মিয়া।