বালাগঞ্জে কাবাডি লীগের জমকালো উদ্ভোধন ২৩ সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:০৪ অপরাহ্ণ
শামীম আহমদ, বালাগঞ্জ:
বালাগঞ্জ উপজেলা প্রথম কাবাডি লীগ ২০১৬’র জমকালো উদ্ভোধন হবে ২৩ সেপ্টেম্বর। ‘বালাগঞ্জ উপজেলা কাবাডি খেলোয়াড় কল্যান সংস্থার’ আয়োজনে এই লীগে উপজেলার মধ্য থেকে আটটি দল অংশ গ্রহন করবে। দেওয়ানবাজার সংলগ্ন মাঠ ও ওসমানীগঞ্জ বাজার মাঠের পৃথক দু’টি ভেন্যুতে খেলা অনুষ্টিত হবে। চ্যাম্পিয়ান পুরস্কার হিসেবে রয়েছে একটি রেফ্রিজারেটর ও রানার্সআপ পুরস্কার একটি একুশ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন। কাবাডি লীগে অংশগ্রহনকারী দলগুলো হলো, ক- গ্রুপে আনন্দ স্পোর্টিং ক্লাব ওসমানীগঞ্জ বাজার, খাঁজুশাহ্ কাবাডি দল রিফাতপুর, জাগরণী এলাকাবাদ কাবাডি দল জনকল্যাণ বাজার ও বাবরকপুর কাবাডি দল। খ-গ্রুপে অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে-আতাসন পীরের বাজার কাবাডি দল, ফুটন্ত শাপলা কাবাডি দল হায়দরপুর, ছয়বন্ধু কাবাডি দল ও প্রগতি যুব সংঘ কাবাডি দল আজিজপুর। উল্লেখ্য-দেওয়ান বাজার সংলগ্ন মাঠে কাবাডি লীগের উদ্ভোধনী অনুষ্টানের আয়োজন করা হবে। এতে উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। উদ্ভোধনী অনুষ্টান পরবর্তী ‘আতাসন পীরের বাজার কাবাডি দল’ ও ‘প্রগতি যুব সংঘ কাবাডি দল আজিজপুরের’ মধ্যে উদ্ভোধনী ম্যাচ অনুষ্টিত হবে।