ওসমানীনগরে কাঁচামরিচের বাজারে আগুন
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
কোরবানি ঈদে কাঁচা মরিচের দাম এক লাফে দ্বিগুণ বেড়েছে। তবে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য মালামালের দাম স্থিতিশীল রয়েছে। ওসমানীনগরে কাঁচা মরিচের কেজি প্রতি ২৫০-৩০০টাকা বিক্রি হচ্ছে। এতে রীতিমতো মরিচের বাজারে আগুন বলে মন্তব্য করছেন ক্রেতারা।গতকাল সারাদিন ওসমানীনগর উপজেলার বিভিন্ন বাজারে এ চিত্র দেখা যায়। আর এতে অসন্তুষ্ট ক্রেতারা। পাইকারী বাজারে ১৪০-১৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হলেও খুচরা বাজারে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাচা বাজারের ক্রেতারা জানান, ঈদের আগে মরিচের দাম ৮০ টাকার নিচে ছিলো। ঈদের পর তিন ডাবল দাম বেড়ে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষের এ মরিচ খাওয়ার সাধ্য নেই। খুচরা বাজারে কাঁচা মাল বিক্রেতারা জানান, তাদের বেশি দামে কিনতে হচ্ছে। এ জন্য বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নেই। শুধু কাঁচা মরিচ নয়; কাঁচাবাজারের বেশির ভাগ পণ্যরই দাম বেড়েছে। বিশেষ করে সালাদ আইটেমের দাম একটু বেশি বেড়েছে।