ওসমানীনগরে পুলিশি প্রহরায় প্রবাসীর কোরবানী আদায়
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ওসমানীনগরে নিজ বাড়িতে আপন ভাইদের বাধার কারণে পুলিশি প্রহরায় ঈদের পরের দিন কোরবানী আদায় করালেন এক প্রবাসী। চাঞ্চল্যকর এই ঘঠনাটি ঘঠেছে ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের মাটিহানি গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওসমানীনগরের উমরপুরের মাটিহানি গ্রামের মৃত মখরম উল্লার লন্ডন প্রবাসী ছেলে মউর আলীর পক্ষে একই গ্রামের আব্দুল পিয়ার ঈদের দিন নামাজ শেষে মউর আলীর বাড়িতে পশু কোরবানি দিতে যান। এ সময় ক্ষিপ্ত থাকা মউর আলীর দুই ভাই মোশারফ ও মখলিছ, আব্দুল পিয়ারকে কোরবানি আদায়ে বাধা প্রদান করেন। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে ওসমানীনগর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঈদের পরের দিন গতকাল বুধবার দুপুর আড়াইটায় পুলিশের উপস্থিতিতে প্রবাসী মউর আলীর বাড়ীতেই তার প্রতিনিধি আব্দুল পিয়ার কোরবানি আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার এসআই রমা প্রসাদ, এসআই অনুজ কান্তি, এসআই তপন সহ এক দল পুলিশ ও স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ এবং গ্রামবাসীরা।
মউর আলীর প্রতিনিধি আব্দুল পিয়ার জানান, মউর আলীর লন্ডন প্রবাসী মেয়েকে তার ভাই মোশারফের ছেলে সাথে বিয়ে না দেয়ার কারণে তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আমাকে মউর আলী দায়িত্ব দিয়েছিলেন তার বাড়িতে গিয়ে ঈদের কোরবানি আদায় করার জন্য। কিন্তু উনার ভাইদের বাধার কারণে ঈদের দিন কোরবানি দিতে পারিনি। দ্বিতীয় দিন পুলিশের উপস্থিতিতে কোরবানি দিয়েছি। ওসমানীনগর থানার এসআই রমা প্রসাদ পুলিশ প্রহরায় ঈদের পশু কোরবানির বিষয়টি নিশ্চিত করেছেন।