ইমাম হত্যা : ফুঁসে উঠেছে ওসমানীনগরবাসী
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগরে জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান হত্যায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পালিত হচ্ছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কড়া মন্তব্য, সমালোচনা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন।
হত্যাকান্ডের প্রতিবাদে গত (১০সেপ্টেম্বর) সিলেটে মাদানী কাফেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল, গত (১১সেপ্টেম্বর) আমরা দয়ামীর বাসীর ব্যানারে ও মানবাধিকার কমিশন ওসমানীনগর উপজেলা শাখার সহযোগিতায় মানববন্ধন, গত (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছিল। তাছাড়া হত্যার প্রতিবাদে আজ বুধবার বিকেলে বুরুঙ্গা ইউনিয়ন ইমাম সমিতি ও আমরা বুরুঙ্গাবাসীর ব্যানারেও মানববন্ধন পালিত হয়। ঢাকা-সিলেট মহাসড়কের বুরুঙ্গা সড়কের মুখে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
হাজিপুর মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তফা হোসাইন এর সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও কমিউনিটি নেতা মাওলানা মুখতার হুসাইন, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ সৈয়দুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুস সামী, মাওলানা আব্দুস সালাম, কাজী খলিলুর রহমান, মুফতি কামরুল ইসলাম, মুফতি ইমদাদুল হক, মাওলানা ইমরান খান, হাফিজ মাহমুদ হুসাইন, ছাত্রনেতা রাশেদ আহমদ, তাহের মিসবাহ প্রমুখ।
বক্তারা বলেন, মসজিদের ইমাম সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি।। দেশে একের পর এক ইমাম মুয়াজ্জিন হত্যা করা হচ্ছে অথচ সবাই আজ নিশ্চুপ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অত্যন্ত কষ্টের সাথে বলতে হচ্ছে, আন্দারকোনা মসজিদের ইমামকে নির্মমভাবে হত্যা করার পর এক সপ্তাহ অতিক্রম হয়ে গেছে অথচ পুলিশ এখনও পর্যন্ত অপরাধীদের গ্রেফতার কিংবা শনাক্ত করতে পারেনি। এর প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই।
বক্তব্যে আরোও বলা হয়, সরকার জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ সহ বিভিন্ন ইস্যুতে ইমামদের সহযোগিতা নেন। এমনকি তাকে হত্যা করার সপ্তাহখানেক পূর্বে, ওসির আহবানে উপজেলা পরিষদের একটি প্রোগ্রামে তিনি আরো কয়েকজন ইমামকে সাথে নিয়ে উপস্থিত হন। আজ আমরা দেখছি এই ইমামের হত্যার বিচারে স্তব্ধতা, যা অত্যন্ত দুঃখজনক। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) ওসমানীনগর উপজেলার দক্ষিণ মোবারকপুর(আন্দারকোনা) মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানকে দুর্বৃত্তরা হত্যা করে হাত পা বেঁধে তার নিজ শয়ন কক্ষে লাশ ঝুলিয়ে রাখে। ভোরে মুসল্লিরা ইমামকে ডাকতে গিয়ে তার ঘরের দরজা খোলা ও ইমামের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ওসমানীনগর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্তের পর রাত নয়টার দিকে নিহত ইমাম আব্দুর রহমানের নামাজে জানাযা শেষে সিলেটের মোগলাবাজারের সোনাপুর গ্রামের তাদের পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।