তেরহাতি সার্বজনীন দূর্গা পূজা কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১:২৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরের তেরহাতি সার্বজনীন দূর্গা পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার সত্যেন্দ্র কুমার পাল কানু‘র বাড়িতে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় সভায় সর্বসম্মতি ক্রমে নেপুর চন্দ্র গুন কে সভাপতি ও শাওন কান্তি পালকে সাধারণ সম্পাদক করে করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তেরহাতি সার্বজনীন দূর্গা পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বিজন দেব রাখাল, রবিন দেব পিংকু, নিপ্পন সুত্রধর, অনকুর মালাকার, সহ-সাধারণ সম্পাদক ঝুমুর দাশ, যাদু ধর, সুমন দাশ, রনিক পাল, কোষাধক্ষ মান্না লাল দেব নিপ্পন সহ-কোষাধক্ষ মিকন দাশ, নয়ন দেব, টিটু দেব, লিমন দেব, সাংগঠনিক সম্পাদক শুভ দেব নয়ন, সহ-সাংগঠনিক কার্তিক দাশ, অনুপ দেব, প্রান্ত ধর, দপ্তর সম্পাদক রাজন দেব, সহ-দপ্তর সম্পাদক অন্তর দেব সাগর, মিন্টু মালাকার আইন বিষয়ক সম্পাদক মিন্টু দেব, প্রচার সম্পাদক শান্ত দেব, সহ প্রচার সম্পাদক বিষু মালাকার, ব্যবস্থাপনা সম্পাদক তপু লাল ধর, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অনুপ ধর, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মঞ্জু পাল, বাপ্পন দেব, আপ্যায়ন সম্পাদক শুভ্র কান্তি পাল, সহ-আপ্যায়ন সম্পাদক বিশাল দেব, শিপন দেব, মহিলা সম্পাদিকা পান্না রানী দেব, মমতা দাশ মিরা, কলি রানী দাশ প্রমুখ।