তাজপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে শিপন আহমদ’র যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে তাজপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে স্বর্ণালী ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক শিপন আহমদ এর যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিন গোয়ালাবাজারে এক সংবর্ধনা সভায় অনুষ্ঠিত হয়। তাজপুর কলেজ ছাত্রদলের আহবায়ক সৈয়দ শাহজাহান আলীর সভাপতিত্বে তাজপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুবের আহমদ ও কলেজ ছাত্রদলের সিনিয়র সদস্য ফেরদৌস বস্কের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক গয়াছ মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সামসুল ইসলাম শামিম, বিএনপি নেতা কমরু মিয়া, ইউপি যুবদলের আহবায়ক শিপু চৌধুরী।
উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক আনা মিয়া, ফখরুল ইসলাম, ইউপি সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক কবির খান, উপজেলা ছাত্রদল নেতা কাইয়ুম গজনবি, জুয়েল আহমদ, কলেজ ছাত্রদলের সিনিয়র সদস্য সুহেল অহমদ সুবেল, সাব্বির আহমদ, অয়েছ আহমদ, অপু আহমদ, সৈয়দ ইলিয়াস, এমদাদ আহমদ, মারজান মিয়া, শাবরান মিয়া প্রমুখ।